হোক চৈতন্য, কলকাতা মেট্রোর ঘটনায় এই বার্তা নিয়েই প্রবীণরা

হোক চৈতন্যহোক চৈতন্য। কলকাতা মেট্রোর ঘটনায় নয়া বার্তা প্রবীণদের।

জাস্ট দুনিয়া ডেস্ক: হোক চৈতন্য, এই বার্তাই নবীনদের দিতে চান। সে কারণে শনিবার দুপুরে মহানায়ক উত্তমকুমার স্টেশনে জমায়েত হয়েছিলেন শহরের প্রবীণদের একটা গোষ্ঠী।

সম্প্রতি মেট্রোয় আলিঙ্গন করার জন্য এক যুগলের সঙ্গে কয়েক জন সহযাত্রীর বচসা শুরু হয়। শেষমেশ তা গড়ায় মারধরে। দমদম স্টেশনে নামিয়ে ওই যুগলকে নারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এর পরেই প্রতিবাদে ফেটে পড়ে সমাজের একটা বড় অংশ। অনেকে মেট্রোর ভিতরে এবং বিভিন্ন স্টেশনে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। একটা অংশ ‘হোক আলিঙ্গন’-এর মতো কর্মকাণ্ডও করেন।

ওই দিন যুগলদের মারধরের ঘটনায় যাঁরা জড়িয়ে ছিলেন, তাঁদের অনেকেই বয়সে প্রবীণ ছিলেন। এর পরেই প্রবীণদের উদ্দেশ্য করে নানা কটূক্তি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এমনকী কয়েক জনের ফেসবুক প্রোফাইল থেকে ছবি নিয়ে কেউ কেউ জানিয়ে দেন, ‘এঁরাই ছিলেন দমদমের ঘটনায়’। মিথ্যা ওই প্রচারে অনেকেই অস্বস্তিতে পড়েন। পুলিশের কাছে অভিযোগও জমা পড়ে। সেই প্রবীণদের পাশে দাঁড়াতেই এই অভিনব কর্মসূচির আয়োজন করা হয়। যেখানে বলা হয়, হোক চৈতন্য। মূলত, প্রবীণদের শ্রদ্ধা এবং সমীহ করার বিষয়ে নবীনদের বার্তা দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রবীণদের নিয়ে কাজ করা একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করেছে বলে জানা গিয়েছে।

হোক চৈতন্যের সদস্যেরা বরং জানিয়েছেন, তাঁরা মেট্রো-সহ বাস, ট্রাম, ট্রেনে লিফলেট বিলি করবেন। লিফলেটে লেখা থাকবে, সকল বয়সের মানুষের প্রতি সম্মান, শ্রদ্ধা, সমীহ জানানো উচিত। এমনকী, শালীনতা বজায় রেখেই বাসে, ট্রামে, মেট্রোয় যাতায়াত করাই বাঞ্ছনীয়।

ওই কর্মসূচির উদ্দেশ্য নিয়ে উদ্যোক্তারা জানিয়েছেন, প্রবীণ বা নবীন কোনও পক্ষকেই পূর্ণ সমর্থন করতে তারা রাজি নয়। বরং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী উভয় বয়সের মানুষদের ব্যবহার নিয়ন্ত্রণের মধ্যে থাকার পরামর্শ দেওয়াই তাদের উদ্দেশ্য। ওই প্রবীণরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতাদর্শ প্রচার করবেন না বলেই জানিয়েছেন। হোক চৈতন্যের সদস্যেরা বরং জানিয়েছেন, তাঁরা মেট্রো-সহ বাস, ট্রাম, ট্রেনে লিফলেট বিলি করবেন। লিফলেটে লেখা থাকবে, সকল বয়সের মানুষের প্রতি সম্মান, শ্রদ্ধা, সমীহ জানানো উচিত। এমনকী, শালীনতা বজায় রেখেই বাসে, ট্রামে, মেট্রোয় যাতায়াত করাই বাঞ্ছনীয়।

মেট্রোয় যুগলকে মারধরের ঘটনায় মামলা রুজু করল পুলিশ

পরে হোক চৈতন্যের সদস্যেরা মেট্রো কর্তৃপক্ষের সহ্গে দেখা করবেন। মেট্রোয় প্রবীণ নাগরিকদের আরও সুযোগ সুবিধা যাতে দেওয়া হয়, সেই দিকে কর্তৃপক্ষের নজর আনার চেষ্টা করবেন তাঁরা।