রাজ্যে তিন দফার পঞ্চায়েত নির্বাচন শুরু আগামী ১ মে

রাজ্য নির্বাচন কমিশন, পঞ্চায়েত ভোটরাজ্য নির্বাচন কমিশন

জাস্ট দুনিয়া ডেস্ক: রাজ্যের ২০টি জেলায় পঞ্চায়েত নির্বাচন মে মাসে৷ দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। তিনটি দফায় আগামী ১, ৩ এবং ৫ মে ওই নির্বাচন হবে বলে শনিবার বিকালে জানালেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংহ। ভোটগণনা হবে আগামী ৮ মে। ১৫ মে-র মধ্যে সমস্ত নির্বাচনী প্রক্রিয়া শেষ হবে বলেও জানিয়েছেন তিনি।

এ দিন বিকেল সওয়া তিনটে নাগাদ রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অমরেন্দ্রকুমার। তিনি জানান, দার্জিলিং এবং কালিম্পং বাদে রাজ্যের বাকি ২০টি জেলায় পঞ্চায়েত নির্বাচন হবে। আগামী সোমবার ২ এপ্রিল কমিশন এ বিষয়ে বি়জ্ঞপ্তি জারি করবে। তিনি জানান, রাজ্যের মোট ৪৮ হাজার ৬৫৬ টি গ্রাম পঞ্চায়েত, ৯ হাজার ২১৭টি পঞ্চায়েত সমিতির জন্য নির্বাচন হবে ওই তিন দফায়। ভোট ভোটারের সংখ্যা ৫ কোটি ৮ লাখ। ভোটকেন্দ্রের সংখ্যা ৫৮ হাজার ৪৬৭।

প্রথম দফায় আগামী ১ মে ভোট হবে মোট ১২টি জেলায়। নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এ ক’টি জেলার কোনও জায়গায় যদি পুনর্নির্বাচন প্রয়োজন হয়, তবে তা হবে আগামী ৫ মে।
দ্বিতীয় দফায় ভোট হবে মাত্র দু’টি জেলায়— মুর্শিদাবাদ এবং বীরভূমে। আগামী ৩ মে ভোট হবে ওই দুই জেলায়। পুনর্নির্বাচন প্রয়োজন পড়লে হবে ৫ মে।

তৃতীয় দফার ভোট হবে উত্তরবঙ্গে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ওই দফার নির্বাচন হবে ৫ মে। পুনর্নির্বাচন হবে আগামী ৭ মে।

শনিবার রাজ্যপাল পৌঁছলেন আসানসোলে

অমরেন্দ্রকুমার জানিয়েছেন, এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৯ এপ্রিল। মনোনয়নপত্র পরীক্ষানিরীক্ষার শেষ দিন ১১ এপ্রিল। এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ১৬ এপ্রিল।

কমিশন জানিয়েছে, ওই তিন দিন সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ হবে। নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকে রাজ্য জুড়ে আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাবে। ওই সময়ে কোনও পঞ্চায়েত এলাকাতেই কোনও প্রকল্পের শিলান্যাস করা যাবে না। এমনকী, রাজ্যের কোথাও কোনও মন্ত্রী লালবাতিওয়ালা গাড়ি চেপে ঘুরতে পারবেন না। তবে, নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনে তা ব্যবহার করা যাবে বলে কমিশন এ দিন জানিয়েছে।