ষষ্ঠ দফায় বাংলায় ভোট ২২ এপ্রিল, কোথায় কোথায় জেনে নিন

ষষ্ঠ দফায় বাংলায় ভোট

জাস্ট দুনিয়া ব্যুরো: ষষ্ঠ দফায় বাংলায় ভোট ২২ এপ্রিল, ওই দিন সব মিলিয়ে ৪৩টি আসনে নির্বাচন। একাধিক জেলায় ভোটগ্রহণ হবে। তার মধ্যে কি আপনার কেন্দ্র রয়েছে? জেনে নিন।

পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, উত্তর দিনাজপুর এবং নদিয়া— ষষ্ঠ দফায় বাংলায় ভোট এই চার জেলার ৪৩ আসনে হবে। পূর্ব বর্ধমান জেলার ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম এবং গলসি কেন্দ্রে নির্বাচন।


একুশের ভোটের আরও খবর

উত্তর ২৪ পরগনা জেলার বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, অশোকনগর, আমডাঙা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দহ এবং দমদম উত্তর কেন্দ্রে ভোট হবে।

একই সঙ্গে উত্তর দিনাজপুর জেলার চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এবং ইটাহার কেন্দ্রে ষষ্ঠ দফায় ভোটগ্রহণ করা হবে।

ষষ্ঠ দফায় রাজ্যে ভোট হবে নদিয়া জেলার ৯ কেন্দ্রেও। ওই ৯টি কেন্দ্র হল— করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালিগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ এবং কৃষ্ণনগর দক্ষিণ।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)