কাঁথিতে শিশিরের বাড়িতে লকেট, দুপুরের খাওয়াদাওয়ার পর মোদীর সভায় আমন্ত্রণ

কাঁথিতে শিশিরের বাড়িতে লকেটকাঁথিতে শিশিরের বাড়িতে লকেট

জাস্ট দুনিয়া ডেস্ক: কাঁথিতে শিশিরের বাড়িতে লকেট, সারলেন দুপুরের খাওয়াদাওয়া। তার পর প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণও জানালেন।

শনিবার দুপুরে বিজেপি নেত্রী তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় গিয়েছিলেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারীর বাড়ি ‘শান্তিকুঞ্জ’-তে। সেখানে তিনি প্রায় আধ ঘণ্টা ছিলেন। দুপুরে কাঁথিতে শিশিরের বাড়িতে লকেট খাওয়াদাওয়া করেন। শুক্তো, মাছ, মাংস, চাটনি— নানবিধ পদ ছিল লকেটের জন্য। তবে লকেট মাংস খাননি বলেই জানা গিয়েছে।


একুশের ভোটের আরও খবর

লকেট যখন শান্তিকুঞ্জে শিশির-পুত্র শুভেন্দু তখন দিল্লিতে। শুভেন্দু ছাড়া অধিকারী পরিবারের বাকি সব সদস্যই বাড়িতে ছিলেন। শিশির নিজে লকেটের সামনে বসে থেকে অতিথি আপ্যায়ন করেন। আগামী ২৪ মার্চ কাঁথিতে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে স্থানীয় তৃণমূল সাংসদ শিশির হাজির থাকতে পারেন বলে বিজেপি সূত্রে খবর। ওই সবারই নেমন্তন্ন করতে লকেট গিয়েছিলেন বলে জানা গিয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, শিশিরকে আমন্ত্রণ জানানোর ইচ্ছা নাকি প্রকাশ করেছেন স্বয়ং মোদী। সে কারণেই কাঁথিতে শিশিরের বাড়িতে লকেট যান।

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন। ওই একই কেন্দ্রে বিজেপি প্রার্থী শিশির-পুত্র শুভেন্দু। লকেটের কাছে তা নিয়ে আক্ষেপ করতে শোনা গিয়েছে শিশিরকে। এমনটা সূত্র মারফত জানা গিয়েছে। শিশির নাকি বলেছেন, শুভেন্দুকে রাজনৈতিক ভাবে শেষ করে দিতেই মমতা নন্দীগ্রামে দাঁড়িয়েছেন।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)