সরানো হল জাভেদ শামিমকে, এডিজি আইশৃঙ্খলা হলেন জগমোহন

সরানো হল জাভেদ শামিমকে

জাস্ট দুনিয়া ব্যুরো: সরানো হল জাভেদ শামিমকে, তাঁর জায়গায় এলেন জগমোহন। শুক্রবারই বাংলায় আট দফা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর তার পর দিনই শনিবার রাজ্য প্রশাসনিক স্তরে বড় রদবদল হয়ে গেল। এতদিন এডিজি (আইনশৃঙ্খলা) ছিলেন জাভেদ শামিম।

বেশিদিন আগের কথা নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই কলকাতা পুলিশ থেকে রাজ্য পুলিশের ডিজি পদে নিয়ে এসেছিলেন জাভেদ শামিমকে। কলকাতা পুলিশে তিনি ছিলেন স্পেশাল কমিশনার। এবার তাঁকে তাঁর নতুন জায়গা থেকে সরিয়ে দিল কমিশন।

জাভেদ শামিমের জায়গায় এই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ডিজি (দমকল) জগমোহনকে। এক কথায় দু’জনের জায়গা বদল করা হল। দমকলের দায়িত্ব দেওয়া হল জাভেদ শামিমকে। এ ছাড়া ডিরেক্টর অব সিভিল ডিফেন্স হিসেবেও কাজ করবেন প্রাক্তন এডিজি (আইনশৃঙ্খলা)।

এদিন এক বিজ্ঞপ্তি দিয়ে এই বদলের কথা ঘোষণা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কমিশনের এই পদক্ষেপ নিয়ে তৃণমূল যে সোচ্চার হবে তা স্বাভাবিক। এক কথায় বিজেপির চক্রান্ত হতে পারে  বলেই মনে করছে রাজ্য প্রশাসন। সরাসরি না বললেও, কমিশনকে ব্যবহার করে রাজনীতির গন্ধ পাচ্ছে তৃণমূল।

(আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)