প্রথম দফায় বাংলায় ভোট ২৭ মার্চ, কোথায় কোথায় জেনে নিন

প্রথম দফায় বাংলায় ভোট

জাস্ট দুনিয়া ব্যুরো: প্রথম দফায় বাংলায় ভোট ২৭ মার্চ, ওই দিন সব মিলিয়ে ৩০টি আসনে নির্বাচন। একাধিক জেলায় ভোটগ্রহণ হবে। তার মধ্যে কি আপনার কেন্দ্র রয়েছে? জেনে নিন।

পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম— প্রথম দফায় বাংলায় ভোট এই পাঁচ জেলার ৩০ আসনে হবে। পুরুলিয়া জেলার বান্দোয়ান, বলরামপুর, বাঘমুণ্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশিপুর, পাড়া এবং রঘুনাথপুর কেন্দ্রে নির্বাচন।

একুশের ভোটের আরও খবর

পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন, কেশিয়ারি, খড়্গপুর, গড়বেতা, শালবনি এবং মেদিনীপুর কেন্দ্রে ২৭ মার্চ ভোট হবে। একই সঙ্গে বাঁকুড়ার শালতোড়া, ছাতনা, রানিবাঁধ ও রাইপুর, পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর এবং এগরায় ভোট হবে।

ওই দিন ঝাড়গ্রাম জেলার চার কেন্দ্রেও নির্বাচন। ওই চার কেন্দ্র— বিনপুর, নয়াগ্রাম, গোপীবল্লভপুর এবং ঝাড়গ্রাম।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)