১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায়, ভোটের অনেক আগেই রুট মার্চ

১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীফাইল চিত্র

জাস্ট দুনিয়া ব্যুরো: ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নির্বাচনের অনেক আগেই পা রাখল বাংলায়। শনিবার সকালেই দুর্গাপুরে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী। ভোটের দিন-ক্ষণ এখনও নির্ধারিত হয়নি। তার আগেই কেন্দ্রীয় বাহিনীর রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়াটা তাৎপর্যপূর্ণ। এদিন দুর্গাপুর থেকে কেন্দ্রী বাহিনীর দল ছড়িয়ে পড়ে বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতার বিভিন্ন এলাকায়। এবারের নির্বাচন ঘিরে টানটান উত্তেজনা অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। এবার শুধু ভোটের নির্ঘণ্ট প্রকাশ পাওয়ার অপেক্ষা।

কিন্তু কেন্দ্র শুরু করে দিল প্রস্তুতি। শনিবার বীরভূমের নলহাটির ক্যাম্প থেকে রুট মার্চ করতে দেখা যায় জওয়ানদের। কলকাতায় পৌঁছেছে চার কোম্বানী কেন্দ্রীয় বাহিনী। সেখান তেকে এক কোম্পানী করে বাহিনী পৌঁছে যায় বীরভূম, বাঁকুড়া ও বর্ধমানে। আর একটি পাঁচ কোম্পানীর দল পৌঁছয় ডানকুনিতে। সেখান থেকে জওয়ানরা দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে।

আগাম পরিকল্পনা ছাড়া কেন্দ্রীয় বাহিনীর আগমন নিয়েও তৈরি হচ্ছে নানা যুক্তি পাল্টা যুক্তি। যেখানে তৃণমূল এর পিছনে বিজেপির সুবিধে দেখছে। সেখানে বিজেপির তরফে উঠে এসেছে নির্বাচন প্রসঙ্গ। রিগিংয়ের প্রসঙ্গ তুলে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, সবাই যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাই করা হচ্ছে। সেই প্রসঙ্গে তিনি বিজেপি কর্মীদের খুন হওয়া প্রসঙ্গও তুলে আনেন। এক কথায় নিরাপত্তাকেই সামনে রেখে এগোতে চাইছে বিজেপি।

এখন বাংলায় চলবে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। কবে, কখন, কোথায় হবে এই রুট মার্চ তার বিস্তারিত তথ্য দিতে হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। অনুব্রত মণ্ডলের খাসতালুক দিয়েই এদিন রুট মার্চ শুরু করে দিল কেন্দ্রীয় বাহিনী।

(আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)